যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় হামলা হয়েছে – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, মানবাধিকারের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল গাজায় হামলা করছে। অথচ এই যুক্তরাষ্ট্রই সারাবিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার বুলি আওড়ায়।
বাহাদুর শাহ মোজদ্দেদী বলেন, বিশ্ব মুসলিম প্রথম কাবা বায়তুল মোক্বাদ্দাসের স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর পৈশাচিক হত্যাযজ্ঞ চালাচ্ছে। এজন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানব হত্যায় যারা উল্লাস প্রকাশ করে তাদের পক্ষে মানবতার সুর তোলা মানায় না। তারা মানব নয় দানবেরই উত্তরসূরি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইসরায়েল ফিলিস্তিনিনারী ও শিশুদের ওপর নির্বিচারে হামালা চালাচ্ছে তা কখনো মেনে নেয়া যায় না। তাই মুসলমানদেরকে ঈমানিবলে বলীয়ান হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ধিক্কার জানানো উচিৎ।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি খাজা আরিফুর রহমান তাহেরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, যুগ্ন-মহাসচিব আল্লামা মোশাররফ হোসাইন হেলালী, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন প্রমুখ।
[related_post themes="flat" id="52"]