সরকার ধর্মবিদ্ধেষীদের নিয়ন্ত্রণ না করলে জঙ্গীবাদের নির্মূল সম্ভব নয়ঃ ইসলামিক ফ্রন্ট উত্তর রাউজানের সমাবেশে বক্তারা
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেছেন- উগ্র ধর্মবিদ্ধেষী নাস্তিক আর উগ্র জঙ্গী একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একদিকে মুক্তচিন্তার নাম দিয়ে ব্লগে-ফেইসবুকে তথাকথিত মুক্তমনা এক্টিভিস্টরা মানুষের ধর্মানুভূতিতে আঘাত করে চলছে, অন্যদিকে তাদের এইসব লেখাকে পুঁজি করে দেশে খুন-হত্যার উৎসবে নেমেছে তথাকথিত জঙ্গীগোষ্ঠী। তাই যারা মুক্তচিন্তার নামে উন্মুক্ত অনলাইন মাধ্যমের স্বাধীনতার অপব্যাবহার করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে,নচেৎ জঙ্গীবাদকে পুরাপুরি নিয়ন্ত্রণ কখনোই সম্ভব হবে না।
সোমবার উত্তর রাউজানের আধুনিক কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট রাউজান উত্তর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
ইসলামিক ফ্রন্ট রাউজান উত্তর সভাপতি আব্দুল্লাহ আল রায়হানের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর সাংগঠনিক সম্পাদক এম ওয়াহেদ মুরাদ। এতে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট রাউজান উত্তর সাধারণ সম্পাদক কাজী মাওলানা শফিউল আজম, ইসলামিক ফ্রন্ট হলদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আহমদ হোসাইন, ছাত্রসেনা রাউজান উত্তর সভাপতি খন্দকার জামাল উদ্দীন,ছাত্রসেনা ডাবুয়া ইউনিয়ন সভাপতি আরিফুল ইসলাম, নোয়াজিশপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান পলাশ, হলদিয়া ইউনিয়ন সভাপতি আবু তৈয়ব প্রমুখ।