নারায়নগঞ্জের বন্দরে ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার মাদক ও জঙ্গীবাদ বিরোধী মিছিল
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়নগঞ্জ সিটি কর্পারেশন ২৪ নং ওয়ার্ড ও ইসলামী ছাত্রসেনা বন্দর থানার উদ্যোগে জঙ্গীবাদ ও মাদক বিরুধী এক বিশাল বিহ্মোভ মিছিল গত ৫ই আগষ্ট রোজ শুক্রবার,বাদ জু্ম্মা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বন্দর থানার কর্মীদের পাশাপাশি নারায়নগঞ্জ নগর ও জেলার নেতা- কর্মীরা অংশ নেন।
[related_post themes="flat" id="421"]