প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জুবাইরের উপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় মহাসচিব, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলা। ফ্রন্টের নগর সভাপতি এইচ এম মুজীবুল হক শুক্কুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব অধ্যক্ষ আল্লামা আনোয়ারুল ইসলাম খান। আরো বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ। হাটাজারী কলেজ মাঠে ছাত্রসেনার ৩৭ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত ছাত্রসমাবেশে যোগদান করতে যাওয়ার সময় আল্লামা জুবাইর এর গাড়ি বহরে পরিকল্পিতভাবে হামলা করে একদল চিহ্নিত সন্ত্রাসী। তাদের হামলায় আহত হন ইসলামী ছাত্রসেনার ১ম শহিদ আব্দুল হালিম এর ছোট ভাই ও ইসলামিক ফ্রন্ট রাউজান উত্তরের সাবেক দায়িত্বশীল আবু উছমান সহ ১০ জন ছাত্রসেনাকর্মী। প্রতিবাদ সমাবেশে বক্তাগণ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানান।
এইছাড়াও আগামি ৩ ফেব্রুয়ারী অবধি থানায় থানায় বিক্ষোভ কর্মসুচী ও ৪ ফেব্রুয়ারী লালদীঘি ময়দানে প্রতিবাদ সমাবেশ ঘোষিত হয়।
[related_post themes="flat" id="521"]