খবরের বিস্তারিত...


ভূমিধ্বসে নিহত ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণদান ও পূনর্বাসন করুন-এডভোকেট আবু নাছের তালুকদার

 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক অালোচনা সভা ও ইফতার মাফিল ১৪-০৬-১৭ বুধবার বিকাল ৩ ঘটিকয় ইমাম ম্যানশনস্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি অধ্যাপক ছৈয়্যদ হাফেজ অাহমদের সভাপতিত্বে প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃমুজাম্মেল হোসেন,সচিব মোঃইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রিয় ভাইস-চেয়ারম্যান এডভোকেট এম.আবু নাছের তালুকদার,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় যুগ্ন মহাসচিব এস.এম.সিরাজ উদ্দিন তৈয়বী, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রিয় ইসলামিক ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব এইচ.এম মুজিবুল হক শুক্কুর বক্তব্য রাখেন,সহ-সভাপতি মাওঃমমতাজ উদ্দিন হোসাইনী, মাওঃনিজাম উদ্দিন আলকাদেরী,সাধারণ সম্পাদক মাঃজয়নুল আবেদিন জিহাদী, যুগ্ন-সম্পাদক মাওঃরফিকুল ইসলাম নিজামী,অর্থসম্পাদক মোঃশহিদুল্লাহ,প্রকাশনা সম্পাদক,এম অাহসানুল অালম,নগর ফ্রন্ট নেতা লায়ন কাজী অালা উদ্দীন অাল অাজাদ,দপ্তর সম্পাদক মোঃইউসুপ,আব্দুল মান্নান জিকু,কাজী আব্দুল্লাহ আল রায়হান, মাওঃশফিউল আজম, চেয়ারম্যান প্রার্থী আতিক উল্লাহ্ চৌধুরী,মাওঃশহিদুল্লাহ ফারুকী,ছাত্র বিষয়ক সম্পাদক আহমদ রেজা,নুরুল আলম আজাদ, উত্তর জেলা সেনা সভাপতি ছাত্রনেতা খ.ম.জামাল উদ্দিন,সেক্রেটারি মুহাম্মদ ফরিদুল হক,সহ-সেক্রেটারি সরওয়ার আলম, অর্থ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী,সহ-আইটি সম্পাদক মোরশেদ রেজা কাদেরী,হাফেজ মুহাম্মদ সোহাইল,চবি অর্থ সম্পাদক বোরহান রাব্বানী,আরমান খান প্রমুখ। পরিশেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহমান আলকাদেরী,মাওলানা আমিরুল ইসলাম জালালী ও ভূমিধ্বসে নিহতদের জন্য মাগফেরাত কামনা করে দোয়া ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও পূনর্বাসনের জন্য সরকারের প্রতি জোড় দাবি জানান।

[related_post themes="flat" id="586"]