খবরের বিস্তারিত...


সুন্দর সমাজ প্রতিষ্টায় মুসলিম উম্মাহকে তাকওয়াপূর্ণ জীবন ধারণ করতে হবে- আল্লামা জুবাইর

ইসলামিক ফ্রনট বাংলাদেশ ও ইসলামী ছাএসেনা আনোয়ারা উপজেলার যৌথ উদদোগে সংগঠনের সভাপতি স.ম শওকত আজিজের সভাপতিত্বে কিয়ামুল লাইল মাহফিল দলিয় কাযালয়ে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রনট বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামিক ফ্রনট চট্রগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স.ম হামেদ হোসাইন।গাজী মোজামমেল হক কাদেরী,মাওলানা মুসলিম উদদীন,শেখ আহম্মদ, ওয়াহেদ শাহ,সিরাজুম মুনির,হাফেজ নাসির,বাবুল হক আজাদ, সেনার সভাপতি আবু তাহের,মাসরুর,মহিউদদীন, নোমান,সাইফুল এনাম সহ প্রমুখ।

[related_post themes="flat" id="592"]