খবরের বিস্তারিত...

বিচার ব্যবস্থাকে বিতর্কিত না করে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবেঃ ইসলামিক ফ্রন্ট

বিচার ব্যবস্থাকে বিতর্কিত না করে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবেঃ ইসলামিক ফ্রন্ট

আগস্ট 22, 2017 সাংগঠনিক খবর

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ–সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী বলেছেন, এক তৃতীয়াংশ দেশ আজ বন্যা কবলিত। বানের পানিতে ভাসছে অসংখ্য বনী আদম। বন্যার ভয়াবহ তান্ডবে এযাবত অনেক মানুষের প্রাণহানিও ঘটে। দুর্গত এলাকায় সামান্য ত্রাণের আশায় তীর্থের কাকের ন্যায় অপেক্ষার প্রহর গুনছে লক্ষ লক্ষ বানভাসী মানুষ। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, এসব বানভাসী মানুষদের নিয়েও অপরাজনীতি চলছে। ইসলামিক ফ্‌্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানার উদ্যোগে গতকাল রোববার বিকেল ২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরও বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের আদালতের একটি রায়কে কেন্দ্র করে দেশের দুই বৃহত্তম রাজনৈতিক দলের অনাকাংখিত বাকযুদ্ধ অবাক বিষ্ময়ে প্রত্যক্ষ করছে দেশের জনগণ। দেশের পবিত্র বিচার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর এহেন নেতিবাচক আষ্ফালন গোটা বিচার ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে তুলবে নিঃসন্দেহে। দেশের জনগণের একমাত্র ভরসাস্থল বিচার ব্যবস্থাকে কোন প্রকার অবাঞ্চিত বিতর্কের মুখে ঠেলে না দিয়ে সাংবিধানিক পন্থায় শান্তিপুর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

সংগঠনের ডবলমুরিং থানার সভাপতি আলহাজ ডা. হাসমত আলী তাহেরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন,আল্লামা নুরুজ্জমান আলকাদেরী, মাওলানা খলিলুর রহমান, আলহাজ হাফেজ মাওলানা নেজাম উদ্দিন সবুজ। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা হারুনুর রশিদ, সাইফুল্লাহ মুহাম্মদ কায়সার, সরওয়ার উদ্দিন আরমান, হাফেজ আনোয়ারুল ইসলাম খান, মুহাম্মদ শাহজাহান, হাফেজ মুহাম্মদ হারুন ও মুহাম্মদ আজিজ উদ্দিন প্রমূখ।

[related_post themes="flat" id="645"]