খবরের বিস্তারিত...


কবিতাঃ রাজনীতির চালচিত্র – অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী

অক্টো. 05, 2017 কবিতা

রাজনীতি নয় সুস্হ এখন
বাক্সের ভিতর বন্দি।
দস্যুরা সব নেতা সেজে
করে ফিকির-ফন্দি।

টেন্ডারবাজি-চাঁদাবাজি
সবখানেতেই মাস্তানি
দিন-দুপুরে দৃশ্যমান
শুধুই খুনোখুনি।

টকবাজি ও ধান্দ্বাবাজি
করে গায়ের জোরে।
কত্তো মানুষ নিঃস্ব হয়
ফাঁদে আটকা পড়ে।

ধোকাবাজি-ফটকাবাজি
করে অবলীলায়।
কি যে এদের দম্ভ আরও
লাজ-শরমের নেই বালাই।

চালবাজি আর রংবাজি
করে প্রতিনিয়ত।
অশান্তি কি সৃষ্টি করে
করছে সমাজ কলুষিত।

গলাবাজি-চাপাবাজি
করেই শুধু অযথা।
মানে না কোন বাধা- বিঘ্ন
শোনেনা কোন কথা।

চিটিংবাজি-ভেল্কিবাজি
করে থাকে নির্দ্বিধায়।
ধরাকে করে সরা জ্ঞান
পেশীরই কি জোর দেখায়।

হাইজ্যাক ও ডাকাতি আর
ধাপ্পাবাজি-গিরিঙ্গিবাজি।
অবিশ্বাস্য হলেও এসব
রাজনীতিরই অংশ আজি।

রাজনীতিরই কেন আজ
বেহাল এই দশা।
সত্যিকারের হিসাবটিও
যাই না কোন কষা।

নাম শুনে কেউ আঁতকে উঠে
কারও চমকে যাই পিলে।
দেশ ও জাতির অর্জন সব
ডুবছে নদীর জলে।

রাজনীতি তো ছিল আগে
কতই কি না পবিত্র।
ছিলনা তেমন ফারাক তাতে
ধর্ম-বর্ণ কি গোত্র।

রাজনীতিতে অাজ দৃশ্যমান
ব্যবসায়ীদের আধিপত্য।
তাইতো এখন বৃদ্ধি পাইছে
কালো টাকার দৌরাত্ম্য।

টাকাই যখন একমাত্র
রাজনীতিরই অনুষঙ্গ।
দেশপ্রেমিক রাজনীতিক সব
দিয়ছে এখন রণভঙ্গ।

বিবেক কিংবা বুদ্ধি অার
থাকার পরও যশ-খ্যাতি।
ভাবে সদা ইনকামেরই
মেসিন নাকি রাজনীতি।

যুবক কিংবা ছাত্র সবার
ভাবনা কি এক বিচিত্র।
গড্ডালিকায় গা ভাসায়
কি অদ্ভুত এক চরিত্র।

হন্য হয়ে ঘুরতে থাকে
করতে টাকা উপার্জন।
রাজনীতিতে দেয় সকলে
ন্যায়-নীতি সব বিসর্জন।

টাকার পিছু ছুটতে গিয়ে
চেনে না কেউ বাড়ী-ঘর।
অস্ত্র ঠেকায় যত্রতত্র
বাদ যাই না আপন-পর।

টাকার কাছে রাজনীতি আজ
বড্ড কি এক অসহায়।
মেধাবীরা যে অপাংক্তেয়
লেজ গুটিয়ে দৌড়ে পালায়।

রাজনীতি যে নয় কখনও
উপার্জনের হাতিয়ার।
কন্সেপ্টটি এড়িয়ে চলে
নেতা কি আর সরকার।

জনসেবাই যদিও বা
রাজনীতিরই মূলমন্ত্র।
কিন্তু না- যেতেই হবে
ক্ষমতায় যে একমাত্র।

রাজনীতিতে ভর করেছে
সিন্দাবাদের দৈত্য।
বিরোধীতা সব বিষয়ে
হয়না ঐকমত্য।

আগে তো সব দল সমূহ
মৌলিক সব ইস্যুতে
ঐক্যবদ্ধ থাকতো সবাই
দেশ-জাতিরই স্বার্থে।

গ্রুপিং আর দলাদলি
কাজ যে সবার নিত্য।
যৎকারণে জনস্বার্থ
বরাবরই উপেক্ষিত।

কথা-কাজের মিল যে কারও
পাইনি কেউ আজ অবধি
নির্বাচন আসলে কিন্তু
হয় যে জনদরদী।

অঢেল টাকা রয়েছে যার
সে পেয়ে যাই নমিনেশন।
রাজনীতিরই সংস্কৃতি যা
পাল্টে গেছে সব ট্র্যাডিশন।

ভোট ভাগাতে থাকে এদের
প্রতিশ্রুতি কি রকমারি
নইতো এসব মনের কথা
আসলে তা জোচ্চুরি।

ধর্মের নামে রাজনীতিকে
দেয় যদিও গালাগাল।
নির্বাচনে দেয় প্রাধান্য
ধর্মকে আজকাল।

পায়জামা-পাঞ্জাবী পরে
মাথায় আবার দেয় টুপি
জিতলে দেখায় ‘ভি’ চিহ্ন
হারলে বলে কারচুপি।

এটিই হলো দেশ ও জাতির
করুণ যে এক অবস্হা।
সমকালীন এই রাজনীতিতে
হারাচ্ছে সবাই আস্হা।

[related_post themes="flat" id="700"]