ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চিকনদন্ডীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর স্বাগত র্যা লী সম্পন্ন
১২ ই রবিউল অাওয়াল জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী(দ:)- স্বাগত জানিয়ে বাংলাদেশ অাহলে সসুন্নাত ওয়াল জামাত ওও ইসলামিক ফ্রন্ট- ইসলামী ছাত্রসেনা ১২ নংচিকনদন্ডী ও ১ নং দক্ষিণ পাহাড়তলি যৌথ ব্যবস্থাপনায়- সকাল ৯ ঘটিকায় অামান বাজার চত্বর থেকে র্যালী বের হয়- উক্ত র্যালীটি লালিয়ার হাট বড়দিঘীর পাড়- চৌধুরী হাট- ছড়াকুল হয়ে ফতেয়াবা স্কুল চত্বরে- মুহাম্মদ রাশেদুল ইসলাম রাসেলের পরিচালনায়য়- অাল্লামা ছালেহ অাহমদ অানসারী হুজুরের সভাপতিত্বে- অনুষ্ঠিত হয়- উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট নেতা এম সিরাজ উদ্দিন তৈয়বী- চিকনদন্ডী ফ্রন্টের সভাপতি- হাসান মাসুদ মেম্বার- ইসলামিক ফ্রন্ট উত্তর জেলার যুগ্ম সাধার সম্পাদক- রফিকুল ইসলাম নেজামী- মাওলানা হাসানুল হক- মাওলানা এরশাদ হোসেন- ইসলামিক চিকনদন্ডী সাধার সম্পাদক- গিয়াস উদ্দিন হিরু- সহ সম্পাদক- রফিকুল ইসলাম- ওসমান চৌধুরী- মাওলানা বাহাদুর- অাজিম মেম্বার- ওসমান- অামির হোসেন- দেলোয়ার হোসেন- জাকের হোসেন বাবুল- হারুন-খোরশেদ- নেজাম উদ্দিন- অাইয়ুব অালী- সেনা নেতা-গিয়াস উদ্দিন- রবিন- চিকনদন্ডী সভাপতি কাজী অাসাদ- চবি সভাপতি ইমদাদ-মামুন- মাহমুদ-জমির উদ্দিন- অালী অাকবর- মোজাহেরুল ইসলাম- হাসিব অালী- জীবন- ইরফান- দাউদ- রাকিব- ইয়াছিন- ইমন- ফয়সাল- অানিস- নুর ইসলাম সহ প্রমূখ-
[related_post themes="flat" id="709"]