শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করবে
চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্টের সহ সভাপতি আক্কাস উদ্দিন খোন্দকার বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, তা জাতীয় জীবনে এক অশনি সংকেত। সম্প্রতি চট্টগ্রামে কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান হত্যাকাণ্ডসহ একাধিক খুনের ঘটনা মানুষকে ভাবিয়ে তুলেছে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে চলমান অসি’রতা জিইয়ে থাকলে আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবে বলে তিনি আশংকা প্রকাশ করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে গোসাইলডাঙ্গা ফকিরহাটে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ওয়ার্ড সভাপতি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপসি’ত ছিলেন ডবলমুরিং থানা ইসলামিক ফ্রন্ট’র সভাপতি ডা. হাসমত আলী তাহেরী।
প্রতিনিধি সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজিম উদ্দীন খোন্দকার, কাজী নেজামুল হক, নজরুল ইসলাম, নুরু, মহিউদ্দিন, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ এরশাদ, হাফেজ আনোয়ার, জামাল উদ্দীন, হাফেজ হাসান, মোহাম্মদ আলম প্রমুখ।
শেষে প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি, মুহাম্মদ কায়সারকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ এরশাদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।