সুন্নিয়ত প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়ুন- নেত্রকোণায় শাহীদ রিজভী
জঙ্গিবাদের কবর রচনা করে দেশে শান্তির পথ ও মত সুন্নিয়ত প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অর্থ সম্পাদক অ্যাডভোকেট শাহীদ রিজভী।
শুক্রবার রাতে নেত্রকোণা জেলা কার্যালয়ে নেত্রকোনা জেলা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
অ্যাড. রিজভী বলেন, মহানবী (স.)-এর মহান আদর্শ থেকে দূরে সরে যাওয়ায় সমাজে আজ এত অশান্তি-বিশৃঙ্খলা। তার মধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ শান্তির ধর্ম ইসলামকে হেয়প্রতিপন্ন করছে। এই অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে হবে। জঙ্গিবাদের কবর রচনা করে নেতাকর্মীদের সুন্নিয়ত প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা ফেরাতে হবে।
নেত্রকোনা জেলা ফ্রন্টের সভাপতি মাওলানা আবদুস সালাম বিপ্লবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা’র কেন্দ্রীয় সদস্য হাফেজ আবু সুফিয়ান। এতে জেলা নেতাদের মধ্যে হাফেজ আনোয়ার ইসলাম খান, মাওলানা আবদুল লতিফ, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
[related_post themes="flat" id="762"]