শহীদ আকল মিয়া হত্যাকান্ডের দ্রুত বিচার ও খুনীদের ফাঁসি চাইঃ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
শহীদ আকল মিয়া হত্যাকান্ডের দ্রুত বিচার ও খুনীদের ফাঁসি চাইঃ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
=========================================================================
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও আল্লামা জয়নুল আবেদীন জুবাইর আজ ১ মার্চ বৃহষ্পতিবার মহান স্বাধীনতার মাসের প্রথম দিন ফজরের নামাযের জন্য মসজিদে গমনকালে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার “আহলে সুন্নাত ওয়াল জামাআত চুনারুঘাট উপজেলা সভাপতি ও চুনারুঘাট উপজেলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি” সুন্নিয়তের অন্তপ্রাণ ও সুন্নী জনতার অভিভাবক ৭০ বছরের বয়োবৃদ্ধ আকল মিয়াকে জবাই করে শহীদ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে সুন্নীয়তের আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার পথে গাজী শেরে বাংলা, শহীদ হালিম, শহীদ লিয়াকত, শহীদ রফিক, শহীদ জিতু মিয়া, শহীদ আবু সৈয়দ (রাঙ্গুনিয়া, চট্টগ্রাম), শহীদ মুসা (বাকলিয়া, চট্টগ্রাম) ও শহীদ নুরুল ইসলাম ফারুকীর খুনরাঙা রাজপথে জান্নাতের পথে পাড়ি দিলেন আপোসহীন নবীপ্রেমিক শহীদ আকল মিয়া। তাঁরা যুক্ত বিবৃতিতে বলেন, আমরা সরকার ও প্রশাসনের কাছে খুনীদের অবিলম্বে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি ও এহেন ন্যাক্কারজনক হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই নির্মম, বর্বরোচিত হত্যাকান্ডের বিচার চাই। ফজরের নামাজ পড়তে যাওয়া- প্রায় ৭০ বছর বয়সী মানুষটিকে কে মারবে, কেনই বা মারবে? শিশু থেকে বৃদ্ধ কেউ কি আর নিরাপদ নয়? কারা এই নরপিশাচ, প্রশাসনকে দ্রুত জবাব ও বিহীত ব্যবস্থা দিতে হবে। আমাদের পাওয়া তথ্য মতে শহীদ আকল মিয়ার সাথে কখনো ব্যবসায়িক দ্বন্ধ বা পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতা ছিলো না। বরং নবীপ্রেম ও আউলিয়ায়ে কামেলিনদের আদর্শ প্রতিষ্ঠার কারণে জঙ্গীবাদী ওয়াবী, লা মাজহাবী ও রাজাকার সম্প্রদায়ের সাথে তাঁর আদর্শিক দ্বন্ধ ও মতদ্বৈততা ছিলো। একারণে ধারণা করা যায় যে, ওয়াবি, লা মাজহাবি জঙ্গীগোষ্ঠী ও রাজাকারী সম্প্রদায়ের হাতে শহীদ আকল মিয়া নির্মম ভাবে শাহাদাত বরণ করেছেন।
আমরা মহান রাব্বুল আলামীন এর কাছে শহীদ আকল মিয়া’র মাগফেরাত ও রাফে’ দারাজাত প্রার্থনা করছি।
আল্লাহভীরু নবীপ্রেমিক সুন্নী জনতাকে ধৈর্যধারণ ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করার অনুরোধ করছি। ক্ষুদ্র ভুল বুঝাবুঝি ছেড়ে নিজেদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার বিনীত আহ্বান জানাচ্ছি।