খবরের বিস্তারিত...

মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির দুর্ভেদ্য ঐক্যপ্রাচীর গড়ে তুলতে হবে - ইসলামিক ফ্রন্ট

মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির দুর্ভেদ্য ঐক্যপ্রাচীর গড়ে তুলতে হবে – ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় আ জ ম নাছির

এপ্রিল 29, 2018 সাংগঠনিক খবর

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, স্বাধীনতা পরবর্তী ৪৮ বছর একটি জাতির জন্য মোটেও কম সময় নয়। তথাপিও দেশ বিরোধী বহুমূখী চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র অভিশপ্ত জঙ্গিবাদী সন্ত্রাসের বিস্তার ঘটিয়ে বিশ্ব অঙ্গনে এদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস চালাচ্ছে। চিহ্নিত একটি মহল বিদেশীদের নিকট দেশ বিরোধী বিষোদগার ও কুৎসা রটিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে প্রতিনিয়ত। ফলে রক্তার্জিত স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ ক্রমাগতভাবে ভুলন্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব শুধু এদেশে নয় বরং বিশ্বব্যাপী প্রশংসিত। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে বিশ্ব অঙ্গনে বাংলাদেশ এখন রোল মডেল। সুতরাং এ ধারাবাহিতা রক্ষায় সর্বপ্রকার ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তির সম্মিলিত ঐক্যের দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি হিসেবে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত সকল আন্দোলন সংগ্রামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর দৃশ্যমান সক্রিয় ভূমিকা সত্যিই প্রশংসার দাবী রাখে। আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ এর সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সক্রিয় সম্পৃক্ততা থাকবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেছেন,- জাতীয় বৃহত্তর স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তির ঐক্যের কোন বিকল্প নেই। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশও কেন্দ্রীয় সিদ্ধান্ত সাপেক্ষে আওয়ামী লীগের সাথে পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও নগরীর জলাবদ্ধতা নিরসন, সড়ক-উপসড়কের মেরামত, সংরক্ষণ ও পূর্ণবাসন সহ নগরীর প্রভূত উন্নয়নে চসিক কর্তৃক গৃহীত বহুমাত্রিক উদ্যোগ ও পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নগরীর সার্বিক উন্নয়ন কর্মকান্ডে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে সম্ভাব্য সর্বপ্রকার সহযোগিতার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে অদ্য ২৪ এপ্রিল ২০১৮ ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনস্থ সম্মেলন কক্ষে মতবিনিময়কালে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর, উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, চট্টগ্রাম নগর সহ সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, আবদুর রহমান মান্না, আলহাজ্ব আলম রাজু, আক্কাস উদ্দিন খন্দকার, মাওলানা আবদুর রহিম, মাওলানা নিজাম উদ্দিন আল কাদেরী, নগর সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জেহাদী, মাওলানা মুফতি রফিকুল ইসলাম নেজামী, শাহাজাদা জহির উদ্দিন লতিফী, মহানগর ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দীন তাহেরী, আলহাজ্ব এম. ইলিয়াছ খান ইমু, এডভোকেট ফেরদৌসুল আলম সেলিম, মুহাম্মদ আহসানুল আলম, মাসুদ করিম চৌধুরী, ছাত্রনেতা এম আহমদ রেজা ও কাজী সুলতান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

[related_post themes="flat" id="839"]