চট্টগ্রাম উত্তর জেলার সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থীর তালিকা প্রকাশ
অাগামী একাদশ-জাতীয় সংসদ নির্বাচনে- অংশগ্রহণ করবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার বর্ধিত সভায় অধ্যক্ষ অাল্লামা জয়নুল অাবেদীন জুবাইর।
চট্টগ্রাম উত্তর জেলার বর্ধিত সভায়,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় মহাসচিব অধ্যক্ষ অাল্লামা জয়নুল অাবেদীন জুবাইর প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই দেশের সুন্নিয়তের রাজনৈতিক একমাত্র প্রথম নিবন্ধিত দল হচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
এবং এই দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন- ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান জননেতা এডভোকেট অাবু নাছের তালুকদার। তিনি বলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সকল ধর্মের শ্রদ্ধা রেখে অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষে ইসলামী দল হিসাবে- বাংলার জমিনে কাজ করে যাচ্ছেন।
তিনি অারো বলেন, অাগামী নির্বাচনে- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উত্তরজেলা সকল সংসদীয় অাসনে প্রার্থী- দেওয়ার হবে,সকলকে প্রস্তুত থাকার অাহবান জানান।
অারো বক্তব্য রাখেন-অালহাজ্ব সিরাজ উদ্দিন তৈয়বী- ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জননেতা অাল্লামা হাসান রেজা, প্রধান বক্তা ছিলেন- ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা- এম এম নাঈম উদ্দিন,
সহ বক্তব্য রাখেন- মাওলানা রফিকুল ইসলাম তাহেরী- মাওলানা রফিকুল ইসলাম নেজামী- মাওলান মমতাজ হোসাইনি- সাইফুর রাহমান সাগর- অাহসানুল অালম
অাহমেদ রেজা- কাজী সুলতান-,সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি কমিটির অাহবায়ক জননেতা জয়নুল অাবেদীন জিহাদী ও খ ম জামাল উদ্দিন এর পরিচলনায় – জননেতা সৈয়দ হাফেজ অাহম এর সভাপতিত্ব এ- হাটহাজারী ত্রিভেনী কনভেনশন হলে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অাগামী নির্বাচনে- উত্তর জেলার অাওতাধীন সংসদীয় এলকায় সম্ভাব্য প্রার্থী ঘোষনা করা হয়।
১/ রাউজান- জননেতা এভভোকেট এম অাবু নাছের তালুকদার।
২/হাটহাজারী – জননেতা অধ্যাপক সৈয়দ হাফেজ অাহমেদ।
৩/ ফটিককছড়ি-জননেতা এডভোকেট মীর মুহাম্মদ ফেরদাউস অালম(সেলিম)।
৪/সীতাকুণ্ড –মাননীয় মহাসচিব মহোদয় বা জননেতা এম মোজাম্মেল হোসেন।
৫/ রাঙ্গুনিয়া- জননেতা অাহমেদ রেজা।