খবরের বিস্তারিত...


মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইসলামিক ফ্রন্ট প্রার্থী ওয়াহেদ মুরাদ

অক্টো. 25, 2018 সাংগঠনিক খবর

হযরত শাহ্‌ আমানত (রহ.)’র এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী ওয়াহেদ মুরাদ। সোমবার সাবেক গণপরিষদ সদস্য আলহাজ কফিল উদ্দিনের পুত্র মাওলানা ওয়াহেদ মুরাদের নির্বাচনী কার্যক্রম উদ্বোধন করেন শাহজাদা আলহাজ এনায়েত উল্লাহ খান (মজিআ) ও শাহজাদা আলহাজ বেলায়েত উল্লাহ খান (মজিআ)। পরে মাজার প্রাঙ্গন থেকে নির্বাচনী মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আবু নাছের তালুকদার। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব এম. সোলায়মান ফরিদ।

বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। দেশের তাবৎ জনগোষ্ঠীও উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচনের দিকে মূখিয়ে আছে। অথচ চিহ্নিত একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন, মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা ও স্বাধীনতার মূল্যবোধকে নিঃশর্তভাবে ধারণ করে ইসলামের শ্বাশত আদর্শের সমন্বয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এদেশে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠাই নিরবচ্ছিন্ন কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে সুফিবাদী আদর্শের অনুসারীরা সহ সকলকেই চেয়ার প্রতীকে রায় দেয়ার জন্য উদাত্ত আহবান জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাকলিয়া থানার সভাপতি এডভোকেট জসিম উদ্দীন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আবু ছালেহ, এম. মহিউল আলম চৌধুরী, কাজী মফিজুর রহমান, এম. শাহেদ আলী, এএম মঈনুদ্দীন চৌধুরী হালিম, ইলিয়াছ খান ইমু, মাওলানা মহিউদ্দীন তাহেরী, শাহাদাত হোসেন রুবেল, লায়ন মুহাম্মদ ইমরান, মুহাম্মদ নাছির, মুহাম্মদ রফিক, খ.ম. জামাল উদ্দীন, কাজী সুলতান আহমদ, এমদাদুল ইসলাম, জাহেদ ক্বাদ্‌রী, ইউসুফ কবির, কামরুল হাসান শাকিল, ইঞ্জিনিয়ার রাসেল প্রমুখ।

[related_post themes="flat" id="1037"]