আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর বর্ধিত সভা অনুষ্ঠিত
গণ-আকাঙ্খার প্রতিফলনই হোক রাজনীতির প্রতিপাদ্য —– জননেতা আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, স্বাধীনতা পরবর্তী সুদীর্ঘ সময়ে জাতীয় জীবনে উল্লেখযোগ্য তেমন কোন অর্জনই দৃশ্যমান হয় না। দেশ ও জাতির স্বার্থে স্বপক্ষীয় কোন বিষয়ে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি রাজনৈতিক দলগুলো। জাতীয় জীবনে শান্তির জনপদ বিনির্মাণে কেবল ক্ষমতাকেন্দ্রিক নয়, বরং গণআকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে। তিনি আসন্ন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থীদের চেয়ার প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
গত ২৭ অক্টোবর ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আসকার দীঘির পাড়স্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর এর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এম আবু নাছের তালুকদার। বিশেষ অতিথি ছিলেন এস এম ফরিদ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম-মহাসচিব এম সোলায়মান ফরিদ। প্রস্তুতি কমিটির আহবায়ক এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিমের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন আনোয়ারুল ইসলাম খান, রাশেদুল ইসলাম রাশেদ, সৈয়দ হাফেজ আহমদ, মুহাম্মদ কফিল উদ্দিন রানা। বক্তব্য রাখেন, এম মহিউল আলম চৌধুরী, সুলতান আহমদ এম ইব্রাহীম আখতারী, এস এম আবদুল করিম তারেক, আবু ছালেহ, আবদুর রহমান মান্না, সৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, কে এম নুরুল ইসলাম হুলাইনী, ওয়াহেদ মুরাদ, মফিজুর রহমান, মাওলানা নাছির উদ্দিন, মুহাম্মদ ইমরান, জয়নাল আবেদীন বাবু শাহ।