চাঁদপুর-৫ নির্বাচনী আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী
চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের চেয়ার প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান আওলাদে রসূল (দঃ) আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন। তিনি বক্তব্যে বলেন, কোরআন-সুন্নাহ্’র বিপক্ষে ভোট দিলে কবিরাহ্ গুনাহ্ হবে। আর কোরআন-সুন্নাহ্’র পক্ষে ভোট দিলে কেয়ামতের ময়দানে নাজাতের ওসীলা হতে পারে। এতো বছর সেই সুযোগ আসেনি, এবার সেই সুযোগ কাজে লাগাতে হবে। সংসদে নবীর পক্ষে কথা বলার জন্য আমি আপনাদের কাছে চেয়ার মার্কায় ভোট চাই। জানা গেছে, সকাল থেকে হাজীগঞ্জে বাড্ডা নির্বাচনী অফিস উদ্বোধন, সুহিলপুর বাজারে পথসভা, সিহিরচোঁ বাজারে পথসভা, ধড্ডা খালপাড় বাজারে জনসংযোগ, গৌরেশ্বরে জনসংযোগ, ধড্ডা আড়ংবাজারে জনসংযোগ ও পথসভা, ধড্ডা মিয়াজী বাড়িতে উঠান বৈঠক, পাতানিশ মধ্যপাড়া আলোচনা সভা, পাতানিশ বাজারে জনসংযোগ, কাঁঠালী বাদামতলী বাজারে জনসংযোগ, বেলঘর মিয়াজী বাড়ি জামে মসজিদে জোহরের নামাজ আদায়, বেলঘর আড়ং বাজারে জনসংযোগ, লাওকোরা বাজারে জনসংযোগ, হাটিলা পূর্ব পাড়া বাজারে জনসংযোগ, হাটিলা হাফিজিয়া মাদ্রাসার সামনে পথসভা, বলিয়া বাইতুল আমান জামে মসজিদে আছরের নামাজ আদায়, বলিয়া ঈদগাহ্ ময়দানে পথসভা, মাতৈন পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়, সন্ধ্যায় মসজিদের সামনে পথসভায় বক্তব্য রাখেন সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। পথসভায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মোশাররফ হোসেন হেলালী, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মাও. মোহাম্মদ আলী নক্সবন্দী, ঢাকা মহানগরী সহ-সাধারণ সম্পাদক ও বদরপুর দরবার শরীফের পীর ক্বারী মাও. আরিফ বিল্লাহ্ রাব্বানী, জেলা সভাপতি মাও. মফিজুল ইসলাম। এছাড়াও ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[related_post themes="flat" id="1238"]