খবরের বিস্তারিত...


চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরাবরাহ নিশ্চিতকরণের দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মানববন্ধন

জানু. 10, 2019 সাংগঠনিক খবর

 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আবু নাছের তালুকদার বলেছেন, চট্টগ্রামে গ্যাস সরবরাহের অপ্রতুলতা আবাসিক গ্রাহকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। গ্যাসের অভাবে অনেকেরই ঘরে চুলা জ্বলছে না। যার কারণে রান্না-বান্নার বিকল্প হিসেবে হোটেল নির্ভরশীল হয়ে পড়েছে অনেকেই। দেশের ২৬টি গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক প্রায় ৩ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হলেও এককভাবে ২১শ মিলিয়ন ঘনফুট ব্যবহৃত হচ্ছে শুধুই রাজধানীতে। চট্টগ্রাম, সিলেট, কুমিল্লাসহ দেশের অন্যান্য স্থানে বাকি গ্যাস সরবরাহ করা হয়, যা চাহিদার তুলনায় অপেক্ষাকৃত অপ্রতুল। তাই চট্ট্রগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি তথা আবাসিক খাতের বিপর্যয় ঠেকানো যাবে না। গতকাল বুধবার জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরাবরাহ নিশ্চিতকরণের দাবিতে অনুষ্ঠিত মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব এইচ. এম. মুজিবুল হক শুক্কুর বলেছেন, গ্যাস সেক্টরে নৈরাজ্য দৃশ্যমান থাকলেও কর্তৃপক্ষ নতুন আবাসিক সংযোগের নামে গ্রাহক থেকে ডিমান্ড নোটের টাকা গ্রহণ করছেন। মাওলানা হাসমত আলী তাহেরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এম. মহিউল আলম চৌধুরী, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা মহিউদ্দীন তাহেরী নকশবন্দী, নূর মুহাম্মদ ছিদ্দিকী, কাজী সুলতান আহমদ, ইলিয়াছ খান ইমু, জানে আলম নিজামী, দিদারুল ইসলাম, হাবিবুর রহমান, ইউসুফ কবির, মুনির উদ্দীন, শিহাব উদ্দীন, রাশেদ, ইমরান আলী প্রমুখ।

 

[related_post themes="flat" id="1247"]