খবরের বিস্তারিত...


চট্টগ্রাম ৮ আসনে ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের রায়ের প্রতিফলন হবে–আল্লামা ফরিদ উদ্দীন।

ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন এর সমর্থনে এক নির্বাচনী সমাবেশ ও প্রচারণা গত ৪ই জানুয়ারি বিকাল ৩ টায় বোয়াল খালি সদর পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
সভাপতিত্ব করেন, ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জননেতা স ম হামেদ হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোন রকম অবহেলা নয়, চেয়ার প্রতীকের বিজয় মানে স্বাধীনতার পক্ষের দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বিজয়, চেয়ার এর বিজয় মানে কোরআন সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এগিয়ে যাওয়া, তিনি চট্টগ্রাম-৮ আসনে চেয়ার প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকল নেতা কর্মীদের মাঠে ময়দানে কাজ করার উদাত্ত আহবান করেন।

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেন, আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিবে । দেশ পরিচালনার জন্য জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে সেই ব্যাবস্থা করবে।

[related_post themes="flat" id="1300"]