খবরের বিস্তারিত...


দিল্লিতে মসজিদে অগ্নিসংযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

ফেব্রু. 26, 2020 বিবৃতি

ভারতের দিল্লিতে মসজিদে অগ্নিসংযোগ, লুটতরাজ, হত্যাসহ মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও মহাসচিব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ এহেন অত্যাচারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ, ওআইসি, সার্ক সহ বিশ্ব নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন। সাথে সাথে নেতৃবৃন্দ বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে শান্ত ও ধৈর্যের সাথে মহান আল্লাহর সাহায্য প্রার্থনার আহ্বান জানান। এহেন পরিস্থিতিতে কোনো অপশক্তি যেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো অসদাচরণ ও শিষ্টাচার বহির্ভূত কাজ করতে না পারে তজ্জন্য সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

[related_post themes="flat" id="1335"]