চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ইসলামিক ফ্রন্ট মেয়র প্রার্থী ওয়াহেদ মুরাদ
হযরত আমানত শাহ (রহঃ)’র মাজার জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মেয়র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।
এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, চট্টগ্রাম মহানগরের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর, সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী সহ ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী এম ওয়াহেদ মুরাদ বলেন, চেয়ার প্রতীকে জয়ী করার দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশন এর সর্বস্তরের জনসাধারণকে দিয়ে দিলাম।
অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ দূষণ রোধ, নিরাপদ সড়ক, সন্ত্রাস ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়ে তোলার জন্য সকলের কাছে চেয়ার প্রতীকে ভোট প্রদান করার জন্য অনুরোধ করেন।
[related_post themes="flat" id="1352"]