খবরের বিস্তারিত...


ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমী(রহ.) এর ইন্তেকালে ইসলামিক ফ্রন্ট’র শোক প্রকাশ

জুন 02, 2020 বিবৃতি

ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী(রহ.) এর ইন্তেকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র শোক প্রকাশ

দেশের সহস্র আলেমের উস্তাদ, মুমতাজুল মুহাদ্দেছীন, ইমামে রব্বানী দরবার শরীফের খলিফা, দেশবরেণ্য আলেমে দ্বীন, শায়খুল ইসলাম, সূন্নিয়তের অতন্দ্র প্রহরী, ইমামে আহলে সূন্নত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মা.জি.আ) আমাদের মাঝে আর নেই! (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি আজ (২ জুন ২০২০ ইং) সকাল ৫:০০ ঘটিকার সময় চট্টগ্রামস্থ আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হুজুরের ইন্তেকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মাননীয় চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর গভীর শোক প্রকাশ করেছেন।

এক যৌথ বিবৃতিতে মাননীয় চেয়ারম্যান ও মহাসচিব বলেন, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.) এদেশের সুন্নী জনতার জন্য অন্যতম আলোকবর্তিকা ছিলেন। তিনি আজীবন দ্বীন মাযহাবের খেদমত ও ইলমে দ্বীনের প্রসারে নিরলস সময় পার করেছেন। এমন একজন আলেমে দ্বীনের ইন্তেকালে সুন্নী জনতা ইলমের আরো একটি জলন্ত প্রদীপকে হারালো। সুন্নীয়তের এই ক্ষতি নিঃসন্দেহে অপূরণীয়।

[related_post themes="flat" id="1399"]