লালদিয়াচর বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনা
গত ২০শে ফেব্রুয়ারি,শনিবার বিকালে চট্টগ্রাম পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় লালদিয়াচর বাসিন্দাদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা,পতেংগা থানা শাখার নেতৃবৃন্দ।
গত বছরের ৮ ডিসেম্বর ‘জরিপ অনুযায়ী’ বন্দর এলাকার লালদিয়ার চরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশনা দুই মাসের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেয় হাই কোর্ট।
১৯৭২ সালে বিমান ঘাঁটি সম্প্রসারণের কাজের কারণে ঘাঁটি সংলগ্ন এলাকা ছেড়ে আসা বাসিন্দারা লালদিয়ার চরে বসতি স্থাপন করেন; স্থায়ী বন্দোবস্তের কথা থাকলেও তা না পাওয়ায় এখন উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ১৪ হাজার বাসিন্দাদের বুলডোজার দিয়ে উচ্ছেদ না করে তাদেরকে পুনর্বাসন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
মানববন্ধনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা পতেংগা থানা শাখার নেতাকর্মী সহ লালদিয়াচর বাসিন্দারা উপস্থিত ছিলেন।
[related_post themes="flat" id="1529"]