খবরের বিস্তারিত...


ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে আগামী শুক্রবার বাদে জুমা প্রত্যেক মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচী ঘোষনা

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধে জাতিসংঘসহ সকল মুসলিম রাষ্ট্রকে সোচ্চার ভূমিকায় এগিয়ে আসার আহবান। ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে—–অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল ইসলাম জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- ফিলিস্তিনে মসজিদুল আকসায় নামাজরত অবস্থায় নিরীহ-নিরস্ত্র মুসল্লীদের উপর ইসরাইলীদের বর্বরোচিত হামলা বিচ্ছিন্ন কিছু নয়, বরং যা বর্বর ইহুদী-খৃষ্টানদের চিরায়ত মুসলিম বিদ্বেষী মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ। তিনি নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের অব্যাহত এহেন জাতিগত নিধনযজ্ঞ ও ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করেন। মিত্রশক্তি ইঙ্গ-মার্কিনীদের মদদপুষ্ট হয়ে শতাব্দীকাল ধরে ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলছে বর্বর ইসরাইল। এক্ষেত্রেে জাতিসংঘের নির্বিকার ভূমিকা প্রশ্নবিদ্ধ, যা বিশ্ব মুসলিমদের প্রতিনিয়ত আহত করছে বলে মন্তব্য করে আল্লামা জুবাইর জাতিসংঘের মার্কিন তোষন নীতির কঠোর সমালোচনা করেন। তিনি অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধে জাতিসংঘকে সক্রিয় দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ওআইসি,আরবলীগ সহ সকল মুসলিম দেশকে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার ভূমিকায় এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন।

আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন- পশ্চিমা প্রভুদের ভূ-রাজনৈতিক স্বার্থে ইসরাইলি সেনাবাহিনী বিপুল মার্কিন তহবিল এর বিনিময়ে আরবের বুকে ইসরায়েলকে সাম্রাজ্যবাদের পাহারাদার হিসেবে প্রতিষ্ঠিত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফিলিস্তিন-শাসিত গাজা উপত্যকায় ইসরায়েলের একতরফা বর্বরোচিত হামলা সভ্যতার গালে প্রচণ্ড চপেটাঘাত। যা মানবাধিকার লঙ্গনের শামিল। এধরণের বর্বরতা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী সাম্প্রদায়িক হানাহানি ছড়িয়ে পড়বে বলে তিনি আশংকা ব্যক্ত করেন। তিনি ইসরাইলী পণ্য বর্জন করার জন্যও সকলের প্রতি আহবান জানান।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের হত্যা এবং ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর ইসরাইলীদের নিপীড়ন -নির্যাতন বন্ধের প্রতিবাদে অদ্য ১৬মে ২০২১ রোববার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল ইসলাম জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা এম ওয়াহেদ মুরাদ, ডাঃ হাসমত আলী তাহেরী, আলহাজ্ব ইলিয়াস খান ইমু, শাহজাদা মঈনউদ্দীন সঞ্জরী, ডাঃ শাহজাহান, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক বিপ্লবী, দিদারুল আলম সুন্নী আলকাদেরী, নুরুল আবছার, মাওলানা ইদ্রিছ তাহেরী,মাওলানা নুরুল হক মোজাহেদী, আবুছাদেক ছিটু, কাউসারুল ইসলাম সোহেল, শিহাব উদ্দিন,ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, আবুল হাসেম রাসেদ, শহীদুল ইসলাম, মুহাম্মদ ফারুক ও হাসান রেজা প্রমূখ।

সমাবেশ থেকে আগামী ২১ মে শুক্রবার বাদে জুমা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে প্রত্যেক মসজিদ থেকে বিক্ষোভ সমাবেশ এর কর্মসূচী ঘোষনা করা হয়।

পরিশেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আন্দরকিল্লা মোড়ে এসে সমাপ্তি হয়।

[related_post themes="flat" id="1604"]