আল্লামা ইদ্রিস রেজভী (রঃ)’র ইন্তিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর শোক প্রকাশ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান-মহাসচিব যথাক্রমে পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ায় প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে প্রবীন আলেমেদ্বীন শায়খুল মাশায়েখ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইদ্রিস (রঃ) এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় বলেন আল্লামা ইদ্রিস রেজভী (রঃ) ছিলেন একজন উঁচু মাপের আলেমেদ্বীন । যিনি আমৃত্যু ইসলামী আদর্শের সম্প্রসারণ ও বিস্তৃতিতে নিরবচ্ছিন্ন খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। এছাড়াও তিনি ইন্তিকাল অবধি ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনন্য একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
তাঁর ইন্তেকালে জাতীয় জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন,- আল্লামা ইদ্রিস রেজভী (রঃ) তাঁর কর্মযজ্ঞের মাধ্যমে অনন্তকালব্যাপী বেচে থাকবেন। তিনি কখনও কালগর্ভে হারিয়ে যাবেন না বরং আজীবন স্মরণীয়-বরণীয় হয়ে থাকবেন। তাঁর মত গুণীজনের পদাংক অনুসরণ করা হলে জাতীয় জীবনে একটি সুস্থ,সুন্দর, স্থিতিশীল ও নিরুপদ্রব সমাজ বিনির্মাণ অধিকতর সম্ভব। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।