খবরের বিস্তারিত...


লক্ষীপুর সাঈফিয়া দরবার শরীফের পীর সাহেব’র ইন্তিকালে ইসলামিক ফ্রন্ট’র শোক প্রকাশ

জুলাই 30, 2021 বিবৃতি

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান-মহাসচিব যথাক্রমে পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ায় প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বিশিষ্ট আলেমেদ্বীন, লক্ষীপুর সাঈফিয়া দরবার শরীফের পীর সাহেব এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় বলেন,তিনি ছিলেন একজন উঁচু মাপের আলেমেদ্বীন । যিনি আমৃত্যু ইসলামী আদর্শের সম্প্রসারণ ও বিস্তৃতিতে নিরবচ্ছিন্ন খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। এছাড়াও তিনি ইন্তিকাল অবধি ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনন্য একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর ইন্তেকালে জাতীয় জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন, পীর সাহেব তাঁর কর্মযজ্ঞের মাধ্যমে অনন্তকালব্যাপী বেচে থাকবেন। তিনি কখনও কালগর্ভে হারিয়ে যাবেন না বরং আজীবন স্মরণীয়-বরণীয় হয়ে থাকবেন। তাঁর মত গুণীজনের পদাংক অনুসরণ করা হলে জাতীয় জীবনে একটি সুস্থ,সুন্দর, স্থিতিশীল ও নিরুপদ্রব সমাজ বিনির্মাণ অধিকতর সম্ভব। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

[related_post themes="flat" id="1672"]