খবরের বিস্তারিত...


ইউপি নির্বাচনে শাহরাস্তি উপজেলায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চেয়ার প্রতীকের প্রার্থীর তালিকা প্রকাশ

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহরাস্তি উপজেলায় ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন।ইউপি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।গত ১৫ই নভেম্মবর মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।সভায় সভাপতিত্ব করেন জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
শাহরাস্তি উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের মনোনীত প্রার্থীদের নাম ও মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সভাপতি এডভোকেট এমদাদুল হক পাটোয়ারী।
দলীয় মনোনয়ন পেল যারা,  ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহরাস্তি উপজেলায় মাওলানা ইউসুফ হাসান মাহমুদি (১০নং টামটা দক্ষিন ইউনিয়ন পরিষদ), মুহাম্মদ আবু হানিফ (সূচিপাড়া পশ্চিম ইউনিয়ন পরিষদ) মুহাম্মদ দুলাল স্বর্ণকার (টামটা উত্তর ইউনিয়ন পরিষদ) গাজী মোস্তাক আহমেদ (মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদ), মুহাম্মদ আবু মুছা (সূচিপাড়া পূর্ব ইউনিয়ন পরিষদ), দলীয় প্রতীক চেয়ার পেয়েছেন ।
উল্লেখ্য, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের দিন পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। ওইদিন এইচএসসি পরীক্ষা থাকায় নতুন তারিখ অনুযায়ী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহেণর জন্য গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি।

[related_post themes="flat" id="1759"]