ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলসমূহের পারস্পরিক ঐকমত্য প্রতিষ্ঠা খুবই জরুরি- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর পরিষদের অভিষেকে-অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জননেতা শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন-দেশের জাতীয় অর্থনীতির পারদ ক্রমাগত উর্ধ্বমূখী। তথাপিও রপ্তানি আয়ের সূচক সন্তোষজনক নয়। বৈদেশিক রেমিট্যান্স এর সূচকও আশাব্যাঞ্জক নয়। নতজানু পররাষ্ট্রনীতির কারণে শ্রমবাজার হারাচ্ছে দেশ। বিনিয়োগ এর সার্বিক অনুকূল পরিবেশ বিদ্যমান থাকার পরও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যাচ্ছে না। যার অন্যতম কারন হচ্ছে দুর্নীতি, সুশাসনের অনুপস্থিতি, ক্রমবর্ধমান বিচারবহির্ভূত হত্যাকান্ড ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা রূদ্ধ হয়ে যাওয়া। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এহেন পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলসমূহের পারস্পরিক ঐকমত্য প্রতিষ্ঠা খুবই জরুরি বলে তিনি মন্তব্য করেন।
এডভোকেট আবু নাছের তালুকদার বলেছেন-অপসংস্কৃতির করাল গ্রাসে আমাদের গোটা সমাজ ব্যবস্থাই ক্ষত-বিক্ষত। যুব সমাজের বল্গাহীন আচরণ ও বেপরোয়া চালচলন দেখলে মনে হয় না আমরা একটা সভ্য দেশের বাসিন্দা। বেহায়াপনা, বেলেল্লাপনা, হিপ্পিগিরী, নোংরামী, অশ্লীলতা, উন্মত্ততা ইত্যাকার বিষয়াদি আমাদের সংস্কৃতিতে মিশে একাকার হয়ে গেছে। ফলশ্রুতিতে আমাদের চিরায়ত সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা আজ নির্বাসিত। তরুণ-তরূণীরা ক্রমাগত ঝুঁকে পড়ছে পাশ্চাত্যের এ ঘৃণ্য সভ্যতার প্রতি। ক্রমবর্ধমান এহেন নৈতিক পদস্খলন ভবিষ্যত প্রজন্মের জন্য অশনিসংকেত বলে তিনি মন্তব্য করেন।
আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন-নিত্য পণ্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে নাগরিক জীবন ওষ্ঠাগত। দুস্থ অসহায়জনদের অবস্থা খুবই নাজুক। অধিক মুনাফা লোভী একটি ব্যবসায়ী দুষ্টচক্র সিন্ডিকেট সৃষ্টির মাধ্যমে পণ্যমূল্য বৃদ্ধি করছে বলে জনশ্রুতি রয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ক্রমশঃ জনমনে ক্ষোভের সঞ্চার করছে। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে বাজার মনিটরিং সেল গঠন করে অপরাধীদের চিহ্নিত পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবী জানান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে অদ্য ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার বিকেল ৪টায় মোমিন রোড চেরাগি পাহাড়স্থ সালমা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর নব গঠিত কার্যকরি পরিষদের অভিষেকে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এম আবু নাছের তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এস এম আব্দুল করিম তারেক, আলহাজ্ব আক্কাস উদ্দিন খোন্দকার, এম আলম রাজু, ডা. মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুর রহিম তৈয়বী, উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, হাফেজ মাওলানা আবু তাহের, এম শাহেদ আলী, আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ, আলহাজ্ব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, লায়ন মোহাম্মদ এমরান, ডাঃ হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, আলহাজ্ব ইলিয়াছ খান ইমু, অধ্যক্ষ শাহজাহান, শাহজাদা মঈনুদ্দিন সঞ্জরী, এস এম আবু ছাদেক ছিটু, মোহাম্মদ দিদারুল আলম সুন্নী, কাউসারুল ইসলাম সোহেল ও রাসেদুল আলম রাসেল প্রমূখ।