মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র আলোচনা সভা অনুষ্ঠিত
বিজয় দিবসকে অর্থবহ করতে হলে দল-মত নির্বিশেষে সকলকে সম্মিলিত প্রয়াস বাস্তবায়ন করতে হবে, কেন্দ্রীয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর বিজয় দিবসের আলোচনা সভায়- স ম হামেদ হোসাইন।
বাঙালির জাতীয় জীবনে বিজয় দিবস একটি বিস্ময়কর ঘটনাবহুল ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। যেটির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে অসংখ্য-অগণিত অম্ল-মধুর স্মৃতি। যার নেপথ্যে রয়েছে, ৩০ লক্ষ বাংলা মায়ের অকুতোভয় মর্দে মুজাহিদদের অমূল্য প্রাণ বলিদান এর মত কীর্তিগাঁথা। কেবলই তা নয়, এটি হচ্ছে ২ লক্ষ মুক্তিকামী মা-বোনের সম্ভ্রমহানির মত কলঙ্কজনক এক ট্রাজেডি। এ বিজয় বাঙালির রক্তমূল্যে কেনা একটি মহাঅর্জন। যেটি বীর বাঙালির অহংকার। তাই এ বিজয়কে অর্থবহ করতে হলে আত্ন ও দলকেন্দ্রিকতার উর্ধ্বে উঠে সকলকে সম্মিলিত প্রয়াস বাস্তবায়ন করতে হবে। উপরন্তু সমাজ ও রাষ্ট্রের সর্বত্র গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা অব্যাহত রেখে একটি সচ্ছ জবাবদিহিমূলক, পেশাদারী ও দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার কোন বিকল্প নেই। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে অদ্য ১৬ ডিসেম্বর ২২ শুক্রবার সকাল ১০টায় সংগঠনের পুরানা পল্টনস্থ কার্যালয়ে স্বাধীনতার ৫১ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন মহাসচিব জননেতা স ম হামেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য এম ইব্রাহীম আখতারী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ঢাকা মহানগর অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পল্টন থানার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার ছৈয়দ আবু সাঈদ শাফিন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সভাপতি দেলোয়ার হোসেন ফয়সাল ও বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ইলিয়াস আনসারী প্রমূখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
[related_post themes="flat" id="1881"]