ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মক্ষম ও দেশপ্রেমিক একটি আদর্শ প্রজন্ম গঠন জরুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায়- অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর
বলেছেন- বর্তমানে দেশ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী অতিক্রম করলেও যে মহান লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ৩০ লক্ষ বাঙালির আত্মাহুতি ও ২ লক্ষ মা-বোন ইজ্জত বিলিয়ে দিয়েছিল,সেই মহান লক্ষ্য এখনও গুমরে মরছে। অস্বীকার করার কোন উপায় নেই যে, ক্ষুধা,দারিদ্রমুক্ত, নিরুপদ্রব-নিস্কন্টক এবং সকলের বাসযোগ্য একটি অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াই ছিল মহান মুক্তিযুদ্ধের অঙ্গিকার। অথচ বাংলাদেশে এখনও ২ কোটির অধিক শিক্ষিত যুবক বেকারত্বের অভিশাপে জর্জরিত। এখনও সিংহভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এমনিতর পরিস্থিতি থেকে দেশ ও জাতির উত্তরণ তথা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি কর্মক্ষম,দক্ষ ও দেশপ্রেমিক আদর্শ প্রজন্ম গঠন খুবই জরুরী। আর এ লক্ষ্য বাস্তবায়নে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বিবিধ গণমূখী কার্যক্রম আঞ্জাম দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে সকলকে ইসলামিক ফ্রন্ট এর হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান। তিনি আরও বলেন- রাজনৈতিক দলসমূহের পারস্পরিক বাকযুদ্ধ রাজনৈতিক অঙ্গনে ক্রমাগত উত্থাপ ছড়াচ্ছে। ক্রমশঃ সহিংস হয়ে উঠছে রাজনীতি। নির্বাচন পূর্ব মূহুর্তে যে কোন প্রকার কাদাছোড়াছুড়ি নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করবে। এ মূহুর্তে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই সকলের নিকট অধিকতর প্রত্যাশিত। কেবল ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি চর্চায় কখনও গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না বলে উল্লেখ করে তিনি আরও বলেন-দেশ-জাতির প্রভুত কল্যাণ সাধনে বিজ্ঞানসম্মত কিছু কর্মসূচি ঘোষনার দৃপ্ত প্রত্যয়ে আগামী ৩১ ডিসেম্বর’২২ ঢাকা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর জাতীয় কাউন্সিল। এ কাউন্সিলকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্যও তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এছাড়াও তিনি দেশব্যাপী সর্বস্তরে সাংগঠনিক অবকাঠামো সুদৃঢ় করার ক্ষেত্রে মনোনিবেশ করার জন্য নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র উদ্যোগে অদ্য ২১ ডিসেম্বর ২২ মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, কেন্দ্রীয় নেতা মাওলানা আব্বাস আলী শরিফী, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল খালেক, কেন্দ্রীয় নেতা মাওলানা জানে আলম নেজামী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ঢাকা মহানগর অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, পল্টন থানা সাধারণ সম্পাদক ছৈয়দ আবু সাঈদ শাফিন, কেরানীগঞ্জ থানার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ঢাকা মহানগর নেতা মোহাম্মদ ইকবাল, ফ্রন্ট নেতা জসিম উদ্দিন মাহমুদ, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ইলিয়াস আনসারী ও ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিকী প্রমূখ।