খবরের বিস্তারিত...


দেশবাসীর প্রতি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা

এপ্রিল 21, 2023 বিবৃতি

“ঈদ মোবারক” “ঈদ মোবারক” “ঈদ মোবারক”

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে পীরে তরিকত আওলাদে রাসূল আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এক যুক্ত বিবৃতিতে বলেছেন- সুদীর্ঘ একমাস কঠোর সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে সমাগত পবিত্র ঈদুল ফিতর। যেটি মুসলমানদের জীবনে এক উজ্জ্বল ও সুন্দর শৃঙ্খলাবোধের সম্মিলন ঘটায়। যেটি মুসলমানদের মধ্যে পারস্পরিক ঐক্য-ভ্রাতৃত্ববোধ তথা সাম্য- মৈত্রীর সেতু বন্ধন সৃষ্টির অন্যতম অনুষঙ্গ। ঈদ কেবলই মুসলমানদের জন্য নয় বরং তাবৎ বিশ্ববাসীর জন্য নিয়ে আসে মহাকল্যান। এ দিনে ভুলে যায় সকলেই সর্বপ্রকার অবাঞ্ছিত হিংসা-বিদ্বেষ। যেথায় দৃশ্যমান হয়না পারস্পরিক কোন দূরত্ব-বিভাজন। মৃত্যু ঘটে অযাচিত অহংবোধের। পরিলক্ষিত হয়না ধনী-গরিবের মধ্যকার কোন নেতিবাচক ব্যবধান। পরিত্যাজ্য হয় সর্বপ্রকার বংশ-গোত্রের বড়াই তথা বর্ণ বৈষম্য। এ দিবসে সর্বত্র বিরাজমান থাকে স্বর্গীয় আমেজ-আবহ ও আনন্দের ফল্গুধারা। উপরন্তু এ দিবসের পরতে পরতে দৃশ্যমান হয় সত্যনিষ্ঠ জীবনযাপনের তাগিদ এবং মানবতার জয়গান। তাই এ দিবসের অঙ্গীকার হোক, জাতীয় জীবনে একটি সুখী, সমৃদ্ধশালী শান্তিময় সমাজ গড়ে তোলার সংগ্রামকে বেগবান করা। পরিশেষে এ প্রার্থনা করি যে, মুছে যাক অতীতের সর্বপ্রকার গ্লানি, দূঃখ, হতাশা। পূর্ণতায় ভরে উঠুক প্রতিটি মানুষের জীবন- হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে। শুরু হোক নব উদ্যমে পথচলা। এ দিবসে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামিক যুবফ্রন্ট, ইসলামী ছাত্রসেনার সর্বস্তরের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি রইলো পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা। ঈদ মোবারক

[related_post themes="flat" id="1950"]