ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর (২০২৩-২৪) বাজেট প্রতিক্রিয়া
হাইভলিয়মের ঘাটতি বাজেট লক্ষভ্রষ্ট হওয়ার সম্ভাবনাকে জাগিয়ে তুলবে- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
ইডলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিব যথাক্রমে পীরে তরিকত আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতি ও স ম হামেদ হোসাইন ২০২৩-২৪ অর্থ বছরের জন্য প্রদত্ত বাজেট প্রতিক্রিয়ায় বলেছেন- প্রস্তাবিত বাজেট প্রকৃতপক্ষে উচ্চাভিলাসী। বৈশ্বিক অর্থনৈতিক মন্দাজনিত সংকটে রাজস্ব আদায়ের টার্গেট পূরণ সম্ভব নয় বিধায় ঘাটতি মেটাতে অভ্যন্তরীন ও বৈদেশিক ঋণ নির্ভরতা অধিকতর ঝুঁকিতে ঠেলে দেবে। ফলে হাইভলিয়মের এ ঘাটতি বাজেট লক্ষভ্রষ্ট হওয়ার সম্ভাবনাকে জাগিয়ে তুলবে নিঃসন্দেহে। যাদের আয় করযোগ্য আয়ের নিচে তাদের ওপর ন্যূনতম ২ হাজার টাকা কর ধার্য করাটা কোনভাবেই যুক্তিযুক্ত নয়। পাশাপাশি পাচারকৃত টাকা ফেরত আনা, খেলাপি ঋণ আদায়সহ দুর্নীতি প্রতিরোধে প্রস্তাবিত বাজেটে গৃহীত পদক্ষেপ মোটেও সন্তোষজনক নয় বলেও নেতৃবৃন্দ মন্তব্য করেন। এছাড়া
অনুৎপাদনশীল ও পরিচালন খাতে ব্যয় সংকুচন যৌক্তিক হলেও প্রস্তাবিত বাজেটে তা দৃশ্যমান হয়নি। শিক্ষা খাতে বরাবরের মতোই অপ্রতুল বরাদ্দ রয়েই গেছে। বিনিয়োগ বৃদ্ধির কৌশল অবলম্বনে দুরদর্শিতার পরিচয় দেয়া হয়নি এবং ব্যয় এর ক্ষেত্রে যুৎসই ভারসাম্য রক্ষা করা হয়নি প্রস্তাবিত বাজেটে।