খবরের বিস্তারিত...


ঢাকায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর বিশাল জনসভায় লাখো জনতার ঢল

আগস্ট 27, 2023 সাংগঠনিক খবর

তত্ত্বাবধায়ক নয়, সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনই রাজনীতিতে সৃষ্ট সংকটের অবসান হতে পারে – জননেতা আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান জাতীয় নেতা, পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- গণতান্ত্রিক সংস্কৃতিতে কোনরূপ সরকারই নির্বাচন পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত থাকবে। আর কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদান করতে হবে। সুতরাং তত্ত্বাবধায়ক কিংবা কোনরূপ সরকার নয়, বরং সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনই রাজনীতিতে সৃষ্ট সংকটের অবসান হতে পারে। উপরন্তু সকল দলের অংশগ্রহণের মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন অধিকতর সম্ভব বলে উল্লেখ করে তিনি আরও বলেন- এদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে বিদেশিদের দৌড়ঝাঁপ তথা অযাচিত হস্তক্ষেপ কুটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বিদেশিদের নিকট একে অপরের বিরুদ্ধে নালিশ জানায়। বিদেশিদের ক্ষমতা মাড়ানোর সিড়ি হিসেবে বিবেচনা করে। এ সুযোগেই এরা এদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে নাক গলানোর স্পর্ধা দেখায়। যা নিতান্ত দূঃখজনক। এছাড়া আগামী নির্বাচনে দুর্নীতিগ্রস্ত, ঋণখেলাপী, কালো টাকার মালিকদের নির্বাচনে মনোনয়ন না দেয়ার জন্যও তিনি রাজনৈতিক দলসমূহের প্রতি আহবান জানান। দেশ থেকে অর্থ পাচারকারীদের চিহ্নিত পূর্বক পাচারকৃত অর্থ ফেরত আনতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ, দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী চক্রের যাবতীয় চক্রান্ত- ষড়যন্ত্র বন্ধে উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষাক্ষেত্রে সর্বপ্রকার বৈষম্য দুর করাসহ অভিন্ন শিক্ষানীতি প্রণয়ন, কোরআন-সুন্নাহ বিরোধী যে কোনপ্রকার আইন প্রনয়ন থেকে বিরত থাকা এবং ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানির উপর গুরুত্বারোপ করতে হবে। কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ জাতীয় উন্নয়ন অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে নাগরিক জীবন ওষ্ঠাগত। যা নিয়ন্ত্রণে সিণ্ডিকেট ব্যাবসায়ীদের রুখতে হবে। সাম্প্রতিক সময়ের কিশোরগ্যাং এর অস্বাভাবিক দৌরাত্ম্য প্রতিরোধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজনৈতিক অঙ্গনে বৃহৎ দু’টির পারস্পরিক যুদ্ধংদেহী অবস্থান ক্রমাগত নির্বাচনী পরিবেশকে কলুষিত করছে। এতে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়ে জনগণ ভোটকেন্দ্র বিমূখ হওয়ার সমূহ আশংকা রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক স্থিতিশীলতার কোন বিকল্প নেই। যেজন্য সকল পক্ষেরই পারস্পরিক ঐকমত্য জরুরি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ২৬ আগস্ট ‘২৩ ইং শনিবার সকাল ১০টায় রাজধানী ঢাকাস্থ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর উত্তর গেইটে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস- জঙ্গিবাদমুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। উল্লেখ্য যে, সকাল ১০ টায় জনসভা আরম্ভ হওয়ার কথা থাকলেও সকাল ৮ টার মধ্যে বায়তুল মোকাররম এর আশপাশস্থ এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। লাখো জনতার নারায়ে তাকবির ও নারায়ে রিসালাত এর মূহর্মূহু শ্লোগানে গোটা এলাকাব্যাপী প্রকম্পিত হয়ে উঠে। জননেতা পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় মহাসচিব জননেতা শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। শুভেচ্ছা বক্তব্য রাখেন- দলের সি. যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। স্বাগত বক্তব্য রাখেন- প্রস্তুতি কমিটির আহবায়ক পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী।
প্রস্তুতি কমিটির সচিব স ম হামেদ হোসাইন ও দলের দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর যৌথ পরিচালনায় জনসভায়- অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা কাজী জসিম উদ্দীন, এডভোকেট এ এম একরামুল হক, পীরে তরিকত আল্লামা সালাহউদ্দিন লতিফী, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী , পীরে তরিকত আল্লামা ছৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী, পীরে তরিকত মাওলানা আবু হানিফ মধুপুরী, আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরী, এডভোকেট ইমদাদুল হক পাটোয়ারী, পীরে তরিকত আল্লামা নাজমুল হক আখন্দ, আল্লামা ছালেহ আহমদ আনছারী, এইচ এম মুজিবুল হক শাকুর, এস এম আব্দুল করিম তারেক, অধ্যক্ষ আল্লামা রফিকুল ইসলাম জাফরী, কুতুবুল হাসান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, তরিকুল হাসান লিংকন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা বদরুর রেজা সেলিম, অধ্যক্ষ মাওলানা সামসুদ্দোহা, আল্লামা হাস্সানুল হক নক্সবন্দী, এ এস এম কাউসার, মাওলানা ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ মাওলানা মুফতি হেলাল উদ্দীন আলকাদেরী, ইসলামিক যুবফ্রন্টের আহবায়ক মাওলানা মনির হোসাইন, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি শেখ ফরিদ মজুমদার প্রমূখ।

[related_post themes="flat" id="2017"]