খবরের বিস্তারিত...


আলহাজ্ব খান এ সবুর এর শয্যাপাশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নেতৃবৃন্দ

সেপ্টে. 04, 2023 সাংগঠনিক খবর

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অসুস্থ জনব আলহাজ্ব খান এ সবুর এর শয্যাপাশে ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব খান এ ছবুর এর অবস্থার তেমন পরিবর্তন হয়নি সকলে দোয়া অব্যাহত রাখুন।

আজ ৪ সেপ্টেম্বর’২৩ ইং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা বি আর বি হাসপাতালে চিকিৎসাধীন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব খান এ ছবুরকে দেখতে যান। এসময় তাঁরা কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলাপ করেন এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। পাশাপাশি খান এ সবুর এর পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আক্কাস উদ্দীন খোন্দকার, আশফাকোদ্দৌলা খান ও মোহাম্মদ তারেক হোসাইন। উল্লেখ্য যে, তাঁর শারীরিক অবস্থা পূর্বের মতোই। গতকালও কিডনির ডায়ালসিস করতে হয়েছে। তাঁর শরীরের ফুলাভাব এখনও কমে নি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালীর তত্ত্বাবধানে তাঁর সার্বিক খোঁজখবর নিতে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তিনি অদ্যাবধি রাজধানীর পান্থপথস্থ “বিআরবি হাসপাতালের” আই সি ইউতে চিকিৎসাধীন আছেন। সকলেই দোয়া অব্যাহত রাখুন।

[related_post themes="flat" id="2028"]