খবরের বিস্তারিত...


ফিলিস্তিনের মুসলমানদের উপর ইজরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অক্টো. 14, 2023 সাংগঠনিক খবর

ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদারি ইসরাইলি সন্ত্রাসীদের নির্বিচারে হত্যা ও হামলার প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি এ এম এম একরামুল হকের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলটি নগরীর নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, আজ ফিলিস্তিন এর জনগণের কোন নিরাপত্তা নেই। দখলদার ইসরাইলি সন্ত্রাসীরা যুগের পর যুগ ধরে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনের মানুষকে পাখির মত গুলি করে হত্যা করছে তাদের পৈতৃক ভিটামাটি দখল করছে। আজ ফিলিস্তিন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে পরিণত হয়েছে। আজকে তাদের ওষুধ সরবারাহ বন্ধ করে দিয়েছে, হাসপাতালগুলো বোমা মেড়ে ধ্বংস করে দিয়েছে, অবুঝ শিশুদেরকে হত্যা করছে অথচ পশ্চিমাবিশ্ব চুপ। মানবতা শুধু ইসরাইল আর ইউক্রেনের জন্য। আমেরিকা এই সন্ত্রাসী গোষ্ঠীদের মদদ দিয়ে তাদের পশুর রূপ আরো একবার প্রকাশ করেছে। এখনই সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, এখনই সময় তাদেরকে প্রতিহত করার। আজকে আরব বিশ্বসহ বিশ্ববাসীর প্রতি আমাদের দাবি থাকবে টেবিলটক আর বিবৃতির মাধ্যমে সীমাবদ্ধ না রেখে ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করুন। ঐক্যবদ্ধ হয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। নিরাপরাধ ফিলিস্তিনের মুসলমানদের নাগরিক অধিকার নিশ্চিত করুন। দখলদার ইসরাইলি সন্ত্রাসীদের আগ্রাসনের হাত থেকে নিরপরাধ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সারাবিশ্বের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি আগ্রাসন মুক্ত করুন। আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই আপনারা ফিলিস্তিনের পক্ষে যেভাবে সম্ভব সার্বিক সহযোগিতা করুন।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা শহিদুল ইসলাম আল আবেদী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব মো. তরিকুল হাসান লিংকন, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন কাওছার, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রাহাত হাসান রাব্বী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মো. শাহজাহান দেওয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন, জানে আলম জসি, মো. সোহেল খান, প্রচার সম্পাদক গোলাম মাওলা সোহেল, প্রকাশনা সম্পাদক মো. মিলন হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রোমান মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নান মুন্না, সদস্য আব্দুল করিম, আব্দুল মালেক, মো. সাইদ, ফতুল্লা থানার সভাপতি মাওলানা মাহফুজুল হক মুজাহেদী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, বন্দর থানার সহ সভাপতি মো. নাসির উদ্দীন নান্নু, সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক মাহমুদ সুজন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম মোস্তফা নীরব, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মো. সানি দেওয়ান, সাধারণ সম্পাদক রুবায়েত মুনতাসির, সাংগঠনিক সম্পাদক মো. সাকিব, সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত আজমির, মোঃ ফাহিম, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মো. ইমন, নিলয়, শান্ত, হাফেজ মোঃ জুবাইয়ের, মোঃ ইমন, মোঃ সিয়াম প্রমুখ।

[related_post themes="flat" id="2032"]