সবুর খান ছিলেন মূল্যবোধ সম্পন্ন সুস্থধারার রাজনীতির বাতিঘর- আল্লামা জুবাইর।
সবুর খান ছিলেন মূল্যবোধ সম্পন্ন সুস্থধারার রাজনীতির বাতিঘর- আল্লামা জুবাইর।
চট্টগ্রাম প্রেসক্লাবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সহ সভাপতি খান এ সবুর এর স্মরণসভা অনুষ্ঠিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- আলহাজ্ব আব্দুস সবুর খান ছিলেন এক পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। যিনি জাতীয় জীবনে আমৃত্যু জনকল্যাণধর্মী কাজের নিরবচ্ছিন্ন কাজের আঞ্জাম দিয়ে গেছেন। বিশেষতঃ ইসলামের মূলধারা সুন্নীয়তের রাজনীতিতে তাঁর অনবদ্য প্রয়াস- প্রচেষ্ঠা প্রজন্মকে প্রাণিত করবে। প্রকৃতপক্ষে তিনি ছিলেন সূফিবাদী রাজনীতির পথিকৃৎ। এছাড়া আব্দুস সবুর খান ছিলেন- মূল্যবোধ সম্পন্ন সুস্থধারার রাজনীতির বাতিঘর। রাজনৈতিক অঙ্গনে তাঁর অসামান্য ত্যাগ কখনো বিস্মৃত হবার নয়। তাঁর তিরোধানে দেশ-জাতির সমূহ ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হবার নয়। তিনি তাঁর অনুসৃত পথই জাতীয় জীবনে সার্বিক মুক্তির অন্যতম ঠিকানা বলে উল্লেখ করে তাঁর মাগফিরাত ও রফয়ে দরজাত কামনা করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অদ্য ০১ নভেম্বর ‘২৩ ইং বুধবার বিকেল ৩টায় নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব ২য় তলা এস রহমান হলে অনুষ্ঠিত এক স্মরণসভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, আলহাজ্ব আলম রাজু, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, এভোকেট ফেরদৌস আলম সেলিম, ডাঃ হাসমত আলী তাহেরী, লায়ন মোহাম্মদ ইমরান, আলহাজ্ব ইলিয়াস খান ইমু, মোহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা মাসুদ করিম চৌধুরী, আনিসুর রহমান, আহমদ রেজা, কাজী আলাউদ্দিন আজাদ ও মোহাম্মদ ইউসুফ কবির প্রমূখ।