খবরের বিস্তারিত...


ইসির সাথে সংলাপ শেষে মিডিয়ার সাংবাদিকদের ব্রিফিং করছেন- ছৈয়দ বাহাদুর শাহ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান এর নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দলের ইসি কর্তৃক আহুত সংলাপে অংশগ্রহণ

তত্ত্বাবধায়ক নয়,সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে- আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী

অদ্য ৪ নভেম্বর’ ২৩ ইং শনিবার বেলা ১১টায় ঢাকা আগারগাঁও বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে ইসির সাথে রাজনৈতিক দলসমূহের অনুষ্ঠিত সংলাপে অন্যান্য দলের ন্যায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশও অংশগ্রহণ করে। এসময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী। সংলাপে আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন- তত্ত্বাবধায়ক নয়, সরকারের প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশনই একমাত্র অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারে। এ লক্ষ্যে তিনি ইসলামিক ফ্রন্ট প্রদত্ত ৫ দফা তুলে ধরেন। দাবিসমূহ নিম্নরূপ–
১। নির্বাচন কমিশনকে সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংসম্পূর্ণ, শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী ক্ষমতা প্রদান করা।
২। নির্বাচন কমিশন এর সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সরকারের নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা।
৩। কমিশনের কাজের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী সামরিক- আধা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা ।
৪। নির্বাচন কমিশনের সকল পরামর্শ-নির্দেশ রেডিও-টেলিভিশনসহ সকল সম্প্রচার মিডিয়া ও কর্তৃপক্ষ যথার্থ প্রচারে বাধ্য থাকা ।
৫ । এতদসংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রনয়ন করতঃ অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবৎ এবং পরে তা সংসদে অনুমোদন করা।
অতঃপর তিনি এ বিষয়ে মিডিয়ার মুখোমুখি হন।

[related_post themes="flat" id="2067"]