খবরের বিস্তারিত...


উৎসবমুখর পরিবেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনয়ন ফরম সংগ্রহ

নির্বাচনে নিকট অতীতের পুনরাবৃত্তি ঘটলে দেশ ও জাতি লক্ষ্যভ্রষ্ট হবে- আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার নিমিত্তে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নিবন্ধন নং-০৩০ (চেয়ার) এর উদ্যোগে অদ্য ২১ নভেম্বর ‘২৩ মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়। সংগঠনের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর কর্তৃক মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে, সংগঠনের চেয়ারম্যান চাঁদপুর- ৫ হাজীগঞ্জ – শাহরাস্তি এবং মহাসচিব চট্টগ্রাম -১১ বন্দর-পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট আংশিক এলাকার সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতা করবেন। অতঃপর মনোনয়ন প্রত্যাশীরা অত্যন্ত উৎসবমুখরতার মধ্য দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এডভোকেট এ এস এম একরামুল হক, যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন, অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা, আব্দুল খালেক, মুহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ নোমান, এস এম তারেক হোসাইন, মাওলানা শাহ আলম, জি এম শহিদুল্লাহ, মোহাম্মদ খোরশেদ আলম, আবু সাঈদ মীর, আবু জাফর মোহাম্মদ হাবিব উল্লাহ ও আবু সাইয়িদ সাফিন প্রমূখ। এসময় আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন- গণতন্ত্রের বিকাশমান ধারা অব্যাহত রাখতে নির্বাচন অন্যতম প্রধান অনুষঙ্গ। ক্ষমতার সিড়ি মাড়াতে নির্বাচনের কোন বিকল্প নেই। যেজন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আবশ্যকীয়তা কোনভাবেই উপেক্ষিত হবার নয়। আর এক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি সকল অংশীজনকেই মুক্তমনে এগিয়ে আসতে হবে। অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকট অতীতের পুনরাবৃত্তি ঘটলে দেশ ও জাতি লক্ষ্যভ্রষ্ট হবে বলে মন্তব্য করেন।

[related_post themes="flat" id="2081"]