ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম সংসদীয় আসনের প্রার্থী পরিচিতি সভা সম্পন্ন
ইসিকে সাংবিধানিক ক্ষমতার পূর্নমাত্রার প্রয়োগের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে হবে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রামের প্রার্থী পরিচিতি সভায়- মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নিবন্ধন নং- ০৩০ চট্টগ্রাম জেলার উদ্যোগে অদ্য ২৫ নভেম্বর ‘২৩ শনিবার সকাল ১১ টায় জামালখানস্থ প্রেসক্লাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘২৪ এ চট্টগ্রাম জেলার চুড়ান্ত প্রতিদ্বন্ধি প্রার্থী ঘোষণা করা হয়।
চট্টগ্রাম মিরসরাই -১ আসন- মাওলানা আব্দুল মান্নান
চট্টগ্রাম ফটিকছড়ি-২ আসন- এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম।
চট্টগ্রাম সন্দ্বীপ- ৩ আসন- আব্দুর রহিম আজাদ
চট্টগ্রাম সীতাকুণ্ড- ৪ আসন- মাওলানা মোজাম্মেল হোসাইন
চট্টগ্রাম- ৫ হাটহাজারী আসন- অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ
চট্টগ্রাম – ৬ রাউজান আসন- স ম জাফর উল্লাহ
চট্টগ্রাম – ৭ রাঙ্গুনিয়া আসন- আহমদ রেজা
চট্টগ্রাম -৮ বোয়ালখালী আসন- অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন
চট্টগ্রাম -৯ কোতোয়ালি আসন- আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ
চট্টগ্রাম -১০ ডবলমুরিং আসন- মাওলানা মাসুদ করিম চৌধুরী
চট্টগ্রাম -১১ বন্দর- পতেঙ্গা আসন- অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর
চট্টগ্রাম -১২ পটিয়া আসন- মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম
চট্টগ্রাম -১৩ আনোয়ারা কর্ণফুলী আসন- স ম হামেদ হোসাইন
চট্টগ্রাম -১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক – মাওলানা আবুল হোসেন কালিয়াইশী
চট্টগ্রাম -১৫ লোহাগাড়া সাতকানিয়া আসন- পীরে তরিকত আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতি
চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসন- মাওলানা আব্দুল মালেক আশরাফি।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে অদ্য ২৫ নভেম্বর ‘২৩ শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা কাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – স ম হামেদ হোসাইন,অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, স ম শহিদুল হক ফারুকী, মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, মাওলানা জয়নুল আবেদীন জিহাদী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মোহাম্মদ জামাল উদ্দিন, স ম শওকত আজিজ, হাফেজ আবু তাহের, মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ হাসমত আলী তাহেরী, এস এম আবু সাদেক ছিটু, আহমদ রেজা, মোহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা ইদ্রিস আলকাদেরী, আব্দুল্লাহ আল মুমিন, প্রমূখ। এসময় অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন- রাজনীতিতে পরস্পর বিরোধ- বিভাজন নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করবে। ইসিকে সাংবিধানিক ক্ষমতার পূর্নমাত্রার প্রয়োগের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে হবে। এখন দেশের জনগণের নিকট একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অধিকতর প্রত্যাশিত। তিনি এ মূহুর্তে নির্বাচন বানচালের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্যও দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।